bangla sad love story | -2019 ভালোবাসার কষ্ট স্মৃতি Valobashar golpo | ভালোবাসার গল্প

bangla sad love story | ভালোবাসার কষ্ট স্মৃতি Valobashar golpo | ভালোবাসার গল্প

ভালোবাসার কষ্ট স্মৃতি 





স্মৃতি! তারবিন তাবিয়া স্মৃতি। চার বছরের সম্পর্ক ছিলো।
 যখন দ্বিতীয় বর্ষে পড়ি, তখন তার বিয়ে হয়ে যায়। আমরা পালিয়ে বিয়ে করতে পারিনি। 
প্রথমত আমরা দুজনেই পড়ালেখা করতাম। আর দ্বিতীয়ত আমরা কেউই পরিবারকে কষ্ট দিতে পারিনি। 
রিলেশনের কথা আমাদের পরিবারকে জানাতে ওর পরিবার রাজি হয়নি। 
কষ্টের মানেটা তখন বুঝতে পেরেছিলাম। স্মৃতি এখন স্মৃতি হয়েই আছে। 
ওর স্বামির সাথে বিদেশে থাকে। গত বছর একবার এসেছিলো। ওর একটা ছেলে আছে। 
দেখতে ওর মতই কিউট। আমার সাথে যখন পরিচয় করিয়ে দিয়ে ছিলো 
তখন মামা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ছিলো। 
যদিও ছেলেটা আমাদেরও হতে পারত।







Comments

Post a Comment